ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত থেকে ১০ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার (১৮ অক্টোবর) গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার একেএম মোস্তফা।
তিনি জানান, রাতে কয়েকজন চোরাকারবারী ভারত থেকে অবৈধভাবে এসব পণ্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে।
এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা সেগুলো ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১০ লাখ টাকা মূল্যের ১৭৬ পিস শাড়ি-কাপড়, ১০৮ বোতল ফেনসিডিল, ১২ পিস থ্রি-পিস, ২৫ পিস লেহেঙ্গাসহ অন্যান্য পণ্য উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।