বৃহস্পতিবার (১৯ অক্টেবর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম এ তথ্য জানান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আটককৃতরা হলেন- যশোরের বাঘারপাড়া উপজেলা খলশী গ্রামের আশরাফুল আলম, একই গ্রামের শহিদুল ইসলা, নড়াইল সদর উপজেলার তারাশী গ্রামের হারুন বিশ্বাস, কুড়িগ্রাম এলাকার শাহীন শেখ, চরবিলা গ্রামের বাদশা মিয়া মণ্ডল ও সীমাখালী গ্রামের আব্দুস সালাম মোল্যা।
সংবাদ সম্মেলনে রকিবুল ইসলাম জানান, বুধবার (১৮ অক্টোবর) থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী নড়াইল ও যশোরের বিভিন্ন এলাকা থেকে চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এনটি