ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বাসাইলে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
বাসাইলে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে নিখোঁজ হওয়ার একদিন পর সরবেশ আলী (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে বংশাই নদী থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা।   সমরেশ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পূর্বপৌলী গ্রামের মৃত মেছের আলীর ছেলে।

কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মামুনুর রশিদ বাংলানিউজকে জানান, বুধবার (১৮ অক্টোবর) ভোরে বংশাই নদীর সৈদামপুর এলাকায় ধর্ম জাল দিয়ে মাছ ধরার সময় জালের কাঠি ভেঙে নদীতে পড়ে ডুবে যান সরবেশ। এসময় পাশেই মাছ ধরছিলেন কয়েকজন ব্যক্তি। তারা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি।  

পরে তার পরিবার ও স্থানীয়রা ঝাঁকি জাল দিয়ে অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ঢাকার ডুবুরি দলকে খবর দেয়। বিকেলে ঢাকা থেকে ডুবুরি দল এসে ওই নদীতে রাত পৌনে ৮টা পর্যন্ত চেষ্টা চালিয়ে তারাও ব্যর্থ হন। বৃহস্পতিবার সকালে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।