বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার মধুপুর ইউনিয়নের রাজারামপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ৭ বছর আগে নাসরিন বেগমের বিয়ে হয় তারাগঞ্জ উপজেলার চিলাপাক তেলিপাড়া গ্রামের আবুল কাশেমের সঙ্গে।
গত সোমবার (১৬ অক্টোবর) পারিবারিক দন্দে স্বামী-স্ত্রীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী আবুল কাশেম স্ত্রী নাসরিনকে মারধর করেন। পরে ছেলেকে রেখে নাসরিনকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেন। বৃহস্পতিবার সকালে বাড়িতে কেউ না থাকার সুবাদে ঘরের তীরের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান বাংলানিউজকে জানান, নাসরিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ ক্ষতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এসআরএস