ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ভাঙন রোধে ব্রহ্মপুত্র পাড়ে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
ভাঙন রোধে ব্রহ্মপুত্র পাড়ে বিক্ষোভ ভাঙন রোধে ব্রহ্মপুত্র পাড়ে বিক্ষোভ

কুড়িগ্রাম: ব্রহ্মপুত্র নদের করালগ্রাসী অব্যাহত ভাঙনের মুখে গত বর্ষা মৌসুম থেকে এখন পর্যন্ত কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের ৫টি ওয়ার্ডের প্রায় দেড় হাজার ঘর-বাড়ি বিলীন হয়ে গেছে।

ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে জেলার দুই শতাধিক চরের মানুষের কেনাবেচার একমাত্র স্থান যাত্রাপুর হাট ও পাঁচ শতাধিক ঘর-বাড়িসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান।

কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নকে ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের বাজার সংলগ্ন ভাঙন কবলিত ব্রহ্মপুত্রের তীরে অনুষ্ঠিত মানববন্ধনে জনপ্রতিনিধি, শিক্ষার্থীসহ ইউনিয়নের সর্বস্তরের মানুষ অংশ নেন।
 
মানববন্ধন শেষে নদের পাড়ে সমাবেশে বক্তব্য রাখেন- সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন মঞ্জু, যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আইয়ুব আলী, সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ব্রহ্মপুত্রের ভাঙনরোধে কার্যকরী ব্যবস্থা নিতে একাধিকবার সংশিষ্ট বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত ভাঙন রোধে কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি।  

ভাঙনরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সরকারের হস্তক্ষেপ প্রত্যাশা করেন বক্তারা।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এফইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।