ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সাভার থেকে অপহৃত ব্যবসায়ী বাগেরহাটে উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
সাভার থেকে অপহৃত ব্যবসায়ী বাগেরহাটে উদ্ধার

বাগেরহাট: সাভারের আশুলিয়া থেকে অপহৃত ব্যবসায়ী আবুল বাসারকে (৪০) বাগেরহাটের মোংলা উপজেলার কচুবুনিয়া এলাকা থেকে তাকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে তাকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী চক্রের মূলহোতা মো. আলম সরদারকে (৪৮) আটক করা হয়েছে।

আবুল বাসার জেলার শরণখোলা উপজেলার মৃত আব্দুল কাদেরের ছেলে এবং সাভারের লামিয়া বোরকা হাউজ ইন্টারন্যাশনালের মালিক।

আটক আলম মোংলার কচুবুনিয়া এলাকার মৃত লাল মিয়া সরদারের ছেলে।

র‌্যাব-৬ এর অপারেশন কর্মকর্তা কর্নেল জাহিদ বাংলানিউজকে জানান, ৬ অক্টোবর আলম ও তার লোকজন আবুল বাসারকে অপহরণ করেন। পরে অপহৃত আবুল বাসারের পরিবারের লোকজন পুলিশ ও র‌্যাবের কাছে অভিযোগ করেন।

১৬ অক্টোবর অপহরণকারীরা মোবাইল ফোনে অপহৃতের পরিবারের কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে র‌্যাব যে মোবাইল নম্বর থেকে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়েছে সে নম্বরটি ট্রাকিং করে অপহরকারী চক্রের অবস্থান নিশ্চিত হয়। বৃহস্পতিবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে আবুল বাসারকে উদ্ধার ও আলমকে আটক করা হয়। আলমকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।