ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সোনাইমুড়িতে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
সোনাইমুড়িতে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রকাশ হাড্ডিকে (৪০) অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভোরে উপজেলার বজরা ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর দুপুরে সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল মিঞা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাড্ডি দুইটি হত্যা, দুইটি পুলিশ অ্যাসল্টসহ বিভিন্ন মামলার পলাতক আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বজরা ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সোনাপুর ইউনিয়নে তার বাড়ির পাশের একটি পরিত্যক্ত দোকান থেকে পাইপগান ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় সোনাইমুড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে তার বিরুদ্ধে একটি মামলা করে।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।