বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলো-জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিমুলতলী গ্রামের পাপ্পু মিয়ার মেয়ে ওহি (৩) এবং জয়পুরহাট সদর উপজেলার বুজরুক ভারুনিয়া গ্রামের জাকারিয়া হোসেন সাগরের মেয়ে জিনিয়া (৪)।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোমিনুল হক জানান, ওহি এক মাস আগে বাবা-মায়ের সঙ্গে ভারুনিয়া গ্রামে নানা বাড়িতে বেড়াতে আসে। দুপুরে ওসি ও পাশের বাড়ির জিনিয়া খেলতে খেলতে বাড়ির পাশের নদীতে পড়ে যায়। পরে নদীতে তাদের ভাসমান মরদেহ পাওয়া যায়।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এসআই