বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম যশোরের শার্শা উপজেলার জগন্নাথপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে ও জাকির হোসেন খুলনার দৌলতপুর উপজেলার মহেশ্বরপাশা গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর শহরের সিও অফিস মোড়ের বিআরটিসি কাউন্টারের সমানে থেকে একটি প্রাইভেট কার থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ আব্দুর রহিম ও জাকিরকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্য মতে ওই রাতেই পিরোজপুর পৌরসভার মুক্তারকাঠী এলাকার একটি বাগান থেকে ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব কান্তি মণ্ডল বাদী হয়ে দুই জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে স্থানীয় থানায় মামলা করেন। ওই বছরের ২২ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আট জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন আদালত।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) খান মো. আলাউদ্দিন।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
টিএ