বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে র্যাব-৬’র স্পেশাল কোম্পানি কমান্ডার মো. এনায়েত হোসেন মান্নানের নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এনায়েত হোসেন মান্নান জানান, সানসেটের ওপরে রক্ষিত ২ রাউন্ড গুলি ও কিছু মাদক উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, মহানগরীর ছোট মির্জাপুর এলাকার ১৭/৩ নম্বর হাসান ম্যানসনের তৃতীয় তলায় অভিযান চালায় র্যাব-৬ সদস্যরা। তৃতীয় তলার একটি কক্ষে মো. কাজল নামের ওই যুবক ভাড়া থাকতো। সেখানে প্রতিনিয়ত বিভিন্ন শ্রেণীর যুবকদের আনাগোনা হতো। বাড়ির মালিক তাদেরকে বাসা ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করলেও কোনো লাভ হয়নি। র্যাব সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে মাদক ও গুলিসহ মহানগর ছাত্রলীগ নেতা হীরক ও মো. কাজলকে আটক করে।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এমআরএম/আরআই