ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতিসহ আটক ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতিসহ আটক ২ খুলনায় র‌্যাবের হাতে আটক হীরক ও কাজল

খুলনা: খুলনা নগরীর একটি ফ্ল্যাট থেকে মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি হীরক (২৭) ও কাজল (৩০) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। এ সময় সেখান থেকে  ২ রাউন্ড গুলি ও মাদক দ্রব্য উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে র‌্যাব-৬’র স্পেশাল কোম্পানি কমান্ডার মো. এনায়েত হোসেন মান্নানের নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এনায়েত হোসেন মান্নান জানান, সানসেটের ওপরে রক্ষিত ২ রাউন্ড গুলি ও কিছু মাদক উদ্ধার করা হয়েছে।

আটক দুইজনকে র‌্যাব হেফাজতে নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে।

র‌্যাব জানায়, মহানগরীর ছোট মির্জাপুর এলাকার ১৭/৩ নম্বর হাসান ম্যানসনের তৃতীয় তলায় অভিযান চালায় র‌্যাব-৬ সদস্যরা। তৃতীয় তলার একটি কক্ষে মো. কাজল নামের ওই যুবক ভাড়া থাকতো। সেখানে প্রতিনিয়ত বিভিন্ন শ্রেণীর যুবকদের আনাগোনা হতো। বাড়ির মালিক তাদেরকে বাসা ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করলেও কোনো লাভ হয়নি। র‌্যাব সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে মাদক ও গুলিসহ মহানগর ছাত্রলীগ নেতা হীরক ও মো. কাজলকে আটক করে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা,  অক্টোবর ১৯, ২০১৭
এমআরএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।