বুধবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার ভাদেরটেক গ্রাম থেকে তাদের আটক করা হয়। পরে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৯ বিষয়টি জানায়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন- বিশ্বম্ভরপুর উপজেলার ভাদেরটেক গ্রামের মৃত আব্দুল জব্বারে ছেলে মো. সিজল মিয়া (৫৫), মৃত হাচু মিয়ার ছেলে হাদিস মিয়া (৪২) ও রসুলপুর গ্রামের মৃত জংশু মিয়ার ছেলে কাদির মিয়া (৪০)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ অক্টোবর) রাতে ভাদেরটেক গ্রামে অভিযান চালিয়ে তিন হাজার ৩৯০ পিস ইয়াবা ও নগদ সাত লাখ ১১ হাজার ৭৯৫ টাকাসহ তিন মাদক ব্যবাসয়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১০ লাখ ১৭ হাজার টাকা।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এনটি