ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বিশ্বম্ভরপুরে ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
বিশ্বম্ভরপুরে ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতা আটক

সুনামগঞ্জ: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় তিন হাজার ৩৯০ পিস ইয়াবা ও নগদ সাত লাখ ১১ হাজার ৭৯৫ টাকাসহ তিন জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার ভাদেরটেক গ্রাম থেকে তাদের আটক করা হয়। পরে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-৯ বিষয়টি জানায়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন- বিশ্বম্ভরপুর উপজেলার ভাদেরটেক গ্রামের মৃত আব্দুল জব্বারে ছেলে মো. সিজল মিয়া (৫৫), মৃত হাচু মিয়ার ছেলে হাদিস মিয়া (৪২) ও রসুলপুর গ্রামের মৃত জংশু মিয়ার ছেলে কাদির মিয়া (৪০)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ অক্টোবর) রাতে ভাদেরটেক গ্রামে অভিযান চালিয়ে তিন হাজার ৩৯০ পিস ইয়াবা ও নগদ সাত লাখ ১১ হাজার ৭৯৫ টাকাসহ তিন মাদক ব্যবাসয়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১০ লাখ ১৭ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।