হবিগঞ্জ: হবিগঞ্জ শহরে পচা-বাসি খাবার বিক্রির দায়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জরিমানা করেন।
তিনি বাংলানিউজকে জানান, বিশুদ্ধ খাদ্য আইন অধ্যাদেশ অনুযায়ী বিকেলে শহরের বিভিন্ন খাবারের দোকানে অভিযান চালানো হয়।
এসময় পচা-বাসি খাবার বিক্রির এবং নোংরা পরিবেশে খাবার পরিবেশন ও তৈরির দায়ে কলাপাতা রেস্টুরেন্টকে ১২ হাজার, হোটেল তাজকে পাঁচ হাজার এবং একই এলাকার একটি মিষ্টির দোকানকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে হবিগঞ্জ সদর থানা পুলিশ উপস্থিত ছিল বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।