বৃহস্পতিবার (১৯ অক্টোবর) শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে ‘প্রবীণকল্যাণ বিষয়ক গবেষণা ফলাফল বিস্তরণ এবং নীতি সংস্কার জাতীয় কর্মশালা-২০১৭’ অনুষ্ঠানে মন্ত্রী এ আহ্বান করেন।
পিতা-মাতার প্রতি সম্মান রেখে মন্ত্রী বলেন, পিতা-মাতা বয়স্ক হলেও সম্পদ।
মন্ত্রী আরও বলেন, চিকিৎসার আধুনিকায়নে বাধ্যর্কের সংখ্যা বাড়ছে। সারা বিশ্বেই এই হার বাড়ছে। আমাদের দেশে ৭ শতাংশ মানুষের বয়স ৬০ বছরের উপরে। জাপানে ১৫ শতাংশ মানুষ বৃদ্ধ। বয়স্ক মানুষের সুফল পেতে হলে তাদের অর্জিত জ্ঞান-গবেষণা আমাদের কাজে লাগাতে হবে।
গড় আয়ু বৃদ্ধি প্রসঙ্গে মুস্তফা কামাল বলেন, কেউ পৃথিবী ছেড়ে যেতে চায় না। আমিও শতবছরের বেশি সময় বাঁচতে চাই। আপনারা প্রতিদিন বেশি বেশি ফল খাবেন, সব সময় পানি খাবেন। এতে জীবনের আয়ু বাড়বে।
দেশের উন্নয়নের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, আমাদের দেশে দারিদ্রতার হার কমছে সব সময়। দারিদ্র সব দেশেই থাকে।
পরিকল্পনা বিভাগের সচিব জিয়াউল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় জিইডি সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম, পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) বেগম জুয়েনা আজিজ, পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব বেগম ফৌজিয়া জাফরীন, রয়েল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. পি সি সরকার প্রমুখ অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এমআইএস/এসএইচ