বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে বাড়ির সামনে পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যুর পর বিকেল ৪টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
শিশুটি উপজেলার বড়ভিটা ইউনিয়নের বসুনিয়াটারী গ্রামের রমজান আলী বসুনিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বসুনিয়াটারী গ্রামের নিজ বাড়িতে খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির সামনের পুকুর পড়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খাঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বিকেল সাড়ে ৩টার দিকে পুকুরে শিশুটির মরদেহ ভেসে ওঠে।
ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউপি চয়ারম্যান খয়বর আলী বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এফইএস/জিপি