ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে নবনির্মিত বান্দিমারা-উত্তর কলিয়া সড়ক উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
ধামরাইয়ে নবনির্মিত বান্দিমারা-উত্তর কলিয়া সড়ক উদ্বোধন

ধামরাই, ঢাকা: ঢাকা ধামরাইয়ে আইআরআইপি-২ প্রকল্পের আওতায় ধামরাই উপজেলার বান্দিমারা হতে উত্তর কলিয়া পর্যন্ত ৪২০০ মিটার রাস্তার শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত রাস্তার উদ্বোধন করেন স্থানীয় এমপি ঢাকা-২০ বীর মুক্তিযোদ্ধা এমএ মালেক।

কুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু কালি পদ সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকরাম হোসেন, ঢাকা জেলা পরিষদ সদস্য কাইরুল ইসলাম, কৃষক লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল গণি, পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান, ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সদস্য শিকদার, ধামরাই সরকারি কলেজ ছাত্রলীগ শাখার সাবেক সভাপতি হাবিবুর রহমান, সাইদুল ইসলাম পিয়াস, আলামিন হোসেন উজ্জল, তুষার আহম্মদ শান্ত প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।