বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে নগরীর কাঁচিঝুলি উম্মেদ আলী মাঠ সংলগ্ন ওয়ার্ল্ড ভিশন ময়মনসিংহ অফিসে পরিচ্ছন্ন নগরী গড়তে এক সভায় পৌর মেয়র মো. ইকরামুল হক টিটু নিজেদের এ কর্মপরিকল্পনার কথা জানান।
তিনি বলেন, আগামী জানুয়ারি ১ তারিখ থেকে সন্ধ্যার পর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা ময়লা-আবর্জনা সংগ্রহ করবে।
পৌর মেয়র বলেন, কোটি কোটি টাকা ব্যয়ে রাস্তা-ড্রেন নির্মাণ করা হলেও কার্যকর সুফল পাওয়া যাচ্ছে না। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলায় ড্রেন ও খাল ভরাট হয়ে যাচ্ছে। এ কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে রাস্তার ক্ষতিসাধন হচ্ছে। জনসাধারণের মাঝে সচেতনতা গড়ে না উঠলে সব পদক্ষেপই ভেস্তে যাবে।
এ কারণে পরিবেশ সম্মত উপায়ে নগর ব্যবস্থা গড়ে তুলতে কার্যকরী এ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
স্থানীয় এডিপি এরিয়া ক্লাস্টার ম্যানেজার রাজু উইলিয়ামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ময়মনসিংহ পৌরসভার প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম। এ সময় স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
ময়লা-আবর্জনা সংগ্রহের জন্য ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটুর কাছে ১২টি ভ্যান হস্তান্তর করে স্থানীয় ওয়ার্ল্ড ভিশন কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এমএএএম/জিপি