বুধবার (১৯ অক্টোবর) দুপুরে শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে গিয়ে দেখা যায়, কমপাউন্ডের মধ্যে থাকা স্নাক্সের দোকানে আর তামাকপণ্য বিক্রি হচ্ছে না। মাইকে কিছুক্ষণ পর পর বিমানবন্দরের ওয়েটিং রুমসহ কাচ দিয়ে ঘেরা গোটা কমপাউন্ডের মধ্যে কেউ যেন ধূমপান না করেন সেজন্য বিশেষ ঘোষণা দেওয়া হচ্ছে।
জানতে চাইলে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান বাংলানিউজকে জানান, সকালে তিনি নিজেই গিয়ে কমপাউন্ডের মধ্যে তামাকপণ্য বিক্রি বন্ধ করেন। এছাড়া বাইরে থেকে তামাকপণ্য নিয়ে এসে কেউ যেন ভেতরে বসে ধূমপান করতে না পারেন সেজন্য কিছুক্ষণ পর পর মাইকিংয়ের ব্যবস্থা করেছেন।
সেতাফুর রহমান বলেন, আইন অনুযায়ী পাবলিক প্লেসে ধূমপান দণ্ডনীয় অপরাধ। এছাড়া প্রতিদিন অনেক নারী-শিশু এই বিমানবন্দর দিয়ে যাতায়ত করেন। তাই তারা যেনো কোনোভাবেই পরোক্ষভাবে ধূমপানের শিকার না হন সেজন্য বন্দর কর্তৃপক্ষ সতর্ক থাকবে। জনস্বার্থে নিয়মিতভাবে বন্দর কর্তৃপক্ষ বিষয়টি মনিটরিং করবে। কেউ আইন ভঙ্গ করলেই ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, বিমানবন্দরের ভেতরে তামাকপণ্য বিক্রি ও ধূমপান বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন তামাক বিরোধী জোটের সহযোগী প্রতিষ্ঠান রাজশাহী এসিডি’র নির্বাহী পরিচালক সালীমা সারোয়ার।
বাংলানিউজকে পাঠানো এক বার্তায় এসিডির নির্বাহী পরিচালক সালীমা সারোয়ার বলেন, এই ব্যাপারে সংবাদ প্রকাশের পর বন্দর কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থা গ্রহণ অন্যদের ক্ষেত্রে দৃষ্টান্ত হয়ে থাকবে। এজন্য বন্দর কর্তৃপক্ষ অবশ্যই প্রশংসার দাবিদার।
প্রসঙ্গত, পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ সংক্রান্ত ৪ এর বিধানে বলা আছে, কোনো ব্যক্তি পাবলিক প্লেসে ধূমপান করলে তিনি অনধিক ৩০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। আর প্রতিষ্ঠানের প্রধান ব্যবস্থা না নিলে, সে ক্ষেত্রে তাকে ৫০০ টাকা অর্থদণ্ডেরও বিধান রয়েছে।
সংশোধিত আইনে ‘পাবলিক প্লেস’ এর মধ্যে বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, আচ্ছাদিত কর্মক্ষেত্র, হাসপাতাল ও ক্লিনিক ভবন, আদালত ভবনসহ অনেকগুলো স্থানের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
এছাড়া সতকর্তামূলক নোটিশ প্রদর্শন সংক্রান্ত ৮ এর অধীনে বলা হয়েছে ধূমপান মুক্ত এলাকায় ‘ধূমপান হইতে বিরত থাকুন, ইহা শাস্তিযোগ্য অপরাধ’ সম্বলিত নোটিশ বাংলা এবং ইংরেজি ভাষায় প্রদর্শন করার ব্যবস্থা করবেন কর্তৃপক্ষ। যদি লঙ্ঘন করেন তাহলে অনধিক এক হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন।
রাজশাহীর শাহ মখদুম (রহ.) বিমানবন্দরের বিষয়টি নজরে আসায় মঙ্গলবার বাংলানিউজে “রাজশাহী বিমানবন্দরে ধূমপান চলছে দেদারসে!” সংবাদ পরিবেশন করা হয়। এর পর বুধবার কার্যকর ব্যবস্থা নেয় বন্দর কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এসএস/এমজেএফ