ঝিনাইদহ: মেয়াদোত্তীর্ণ প্রসাধনী ব্যবহার, মিথ্যা বিজ্ঞাপন দেয়া ও যথাযথ প্রতিশ্রুতি রক্ষা না করার দায়ে ঝিনাইদহে বধূয়া ও অভিনন্দন বিউটি পার্লারের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী ও রাজিয়া আক্তার চৌধুরীর ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে শহরের ব্যাপারীপাড়াসহ বিভিন্ন এলাকার বিউটি পার্লারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এসময় মেয়াদোত্তীর্ণ প্রসাধনী ব্যবহার, মিথ্যা বিজ্ঞাপন দেয়া ও যথাযথ প্রতিশ্রুতি রক্ষা না করার অপরাধে ব্যাপারীপাড়ার বধূয়া পার্লারের মালিককে ৫ হাজার টাকা ও অভিনন্দন বিউটি পার্লারের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
আরবি/
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।