ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে ৪ জেএমবি সদস্যকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
নাটোরে ৪ জেএমবি সদস্যকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

নাটোর: নাটোর সদর উপজেলার চাঁদপুর গ্রাম থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় নারীসহ চার জেএমবির সদস্যকে আগামী ২৭ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে জেলা কারাগার থেকে তাদের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলামের আদালতে হাজির করে পুলিশ।

জেএমবি সদস্যরা হলেন- ফজলুর রহমান, শহিদুল ইসলাম, অপর শহিদুল ইসলাম ও কোহিনুর আক্তার কলি।

নাটোর জেলা গোয়েন্দা পুলিশের পরির্দশক (ইন্সপেক্টর) মো. আব্দুল হাই বাংলানউজকে জানান, আদালতে হাজির হওয়ার পর তাদের পক্ষে কেউ জামিন না চাওয়ায় বিচারক শুনানী শেষে আগামী ২৭ নভেম্বর পরবর্তী দিন ধার্য করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।