বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে জেলা কারাগার থেকে তাদের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলামের আদালতে হাজির করে পুলিশ।
জেএমবি সদস্যরা হলেন- ফজলুর রহমান, শহিদুল ইসলাম, অপর শহিদুল ইসলাম ও কোহিনুর আক্তার কলি।
নাটোর জেলা গোয়েন্দা পুলিশের পরির্দশক (ইন্সপেক্টর) মো. আব্দুল হাই বাংলানউজকে জানান, আদালতে হাজির হওয়ার পর তাদের পক্ষে কেউ জামিন না চাওয়ায় বিচারক শুনানী শেষে আগামী ২৭ নভেম্বর পরবর্তী দিন ধার্য করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এনটি