বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মুনিবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুণ্ডু, হিন্দু-বৈদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট প্রদ্যুৎ কুমার সিংহসহ বিভিন্ন পূজা কমিটির নেতারা।
সভায় দেশের বিভিন্নস্থান থেকে পূজা দেখতে আসা দর্শনার্থীদের নিরাপত্তা ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।
এ বছর মাগুরা পৌর এলাকায় ১৫টিসহ জেলায় ৯১টি পূজা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
টিএ