ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় কাত্যায়নী পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ে সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
মাগুরায় কাত্যায়নী পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ে সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরায় ২ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মুনিবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুণ্ডু, হিন্দু-বৈদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট প্রদ্যুৎ কুমার সিংহসহ বিভিন্ন পূজা কমিটির নেতারা।

সভায় দেশের বিভিন্নস্থান থেকে পূজা দেখতে আসা দর্শনার্থীদের নিরাপত্তা ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।

এ বছর মাগুরা পৌর এলাকায় ১৫টিসহ জেলায় ৯১টি পূজা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।