ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রবিরোধী প্রচারণার দায়ে আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
রাষ্ট্রবিরোধী প্রচারণার দায়ে আটক ১

ঢাকা: রাষ্ট্রবিরোধী নানা অপপ্রচার ও ‘ইমাম মাহাদী’ দাবি করা মোহাম্মদ মঈন উদ্দিন (৪৫) নামে একব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী প্রচারণার লিফলেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহজাহানপুর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং বিভাগের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান ভূঁইয়া বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, ধর্মীয় উগ্রবাদী ও রাষ্ট্রবিরোধী প্রচারণায় জড়িত থাকার দায়ে মঈন উদ্দিনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এসজেএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।