ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে সীমান্তে ৮শ’ গ্রাম হেরোইনসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
দৌলতপুরে সীমান্তে ৮শ’ গ্রাম হেরোইনসহ আটক ২

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে আটশ’ গ্রাম হেরোইনসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।  

আটক ব্যক্তিরা হলেন- মোহাম্মদপুর সীমান্ত এলাকার খেদমত আলীর ছেলে রুবেল (২৫) ও মসলেম উদ্দিনের ছেলে আবদুল হান্নান (২৪)।

বিজিবি সূত্র জানায়, রুবেল ও আবদুল হান্নান দুপুরে ভারত থেকে মাদক নিয়ে মোহাম্মদপুর সীমান্তের ১৫৭ পিলার সংলগ্ন এলাকা দিয়ে দেশে প্রবেশ করলে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের রামকৃষ্ণপুর বিওপি’র টহল দল তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে আটশ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।