ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় কেন্দ্রীয় কালিবাড়িতে শ্যামা পূজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
মাগুরায় কেন্দ্রীয় কালিবাড়িতে শ্যামা পূজা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: ঢাক, কাসর, ঘণ্টা ও শঙ্খের ধ্বনিতে মুখর হয়ে উঠেছে মাগুরা কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বৃষ্টির মধ্যেও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে গোটা শহর জুড়ে। কালীপূজাকে কেন্দ্র করে মন্দিরও সেজেছে নানা রঙের আলোক সজ্জায়।

কার্তিক মাসের অমাবস্যার তিথিতে সাধারণত শ্যামা পূজা হয়ে থাকে। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের জন্যই কালীপূজা করা হয়।

সকাল থেকে পূজার্থী ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মাগুরা কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির। পরে সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে  জগতের সকল জীবের মঙ্গল কামনা করা হয়।

এদিকে মাগুরা কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরে জেলা প্রশাসক অতিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।