বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বৃষ্টির মধ্যেও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে গোটা শহর জুড়ে। কালীপূজাকে কেন্দ্র করে মন্দিরও সেজেছে নানা রঙের আলোক সজ্জায়।
কার্তিক মাসের অমাবস্যার তিথিতে সাধারণত শ্যামা পূজা হয়ে থাকে। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের জন্যই কালীপূজা করা হয়।
সকাল থেকে পূজার্থী ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মাগুরা কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির। পরে সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে জগতের সকল জীবের মঙ্গল কামনা করা হয়।
এদিকে মাগুরা কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরে জেলা প্রশাসক অতিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
টিএ