তিনি বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আর এ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট দিয়ে জয় সুনিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় রঘুনাপথপুর কড়ইতলারপাড় শুভগ্রাম বিদ্যুতায়নের উদ্বোধন অনুষ্ঠানে এমপি মোসলেম উদ্দিন এসব কথা বলেন।
৫১ লাখ টাকা ব্যয়ে ওই এলাকায় পল্লী বিদ্যুতের ৩ কিলোমিটার লাইনের উদ্বোধন করা হয়।
ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার এম এম আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এমএএএম/এমএ