বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে গ্রেফতার করা হয়। রানু নওগাঁ সদর উপজেলার চকমুক্তার গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ কাজীর মোড় মল্লা ডেন্টাল কেয়ারের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি একজন চিহ্নিত মাদক বিক্রেতা।
এ ঘটনায় তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
টিএ