ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে স্বামী-স্ত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে স্বামী-স্ত্রী নিহত

বগুড়া: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বগুড়ার গাবতলী উপজেলায় ছুরিকাঘাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের চককাতুলী আলবাজার গ্রামের জিল্লুর রহমান ওরফে জেল্লার (৩২) ও তার স্ত্রী বুলবুলি বেগম (২৫)।
 
বিষয়টি নিশ্চিত করে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার বাংলানিউজকে জানান, জমিজমা নিয়ে চাচাতো ভাই ভেটু মিয়ার সঙ্গে বুলবুলি বেগমের বেশ ক’দিন ধরে বিরোধ চলছিল।

এর জের ধরে বৃহস্পতিবার বুলবুলি বেগমের স্বামীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়।  

‘একপর্যায়ে তিনি বুলবুলির স্বামী জিল্লুর রহমানকে ছুরিকাঘাত করেন। স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করেন ভেটু মিয়া। ’
 
খবর পেয়ে জিল্লুর রহমানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নেওয়ার পথে মারা যান তিনি।  

আর টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মারা যান তার স্ত্রী বুলবুলি বেগমও।  

তবে এ ঘটনায় এখনও ঘাতককে আটক করা যায়নি বলে জানান  ওসি খায়রুল বাসার।
 
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এমবিএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।