বৃহস্পতিবার (১৯ অক্টোবর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অনুরাগের বশবর্তী হয়ে চিঠি দিয়েছেন।
‘প্রধান বিচারপতির এ কাজে বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। কেননা কেউ আইনের ঊর্ধ্বে নয়। ’
দুর্নীতির অনুসন্ধান বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, বিষয়টি নিয়ে আইনমন্ত্রী বলেছেন। আমিও বলেছি। কিছু কিছু অপরাধ আছে যেগুলো তাৎক্ষণিকভাবে সুরাহা হওয়া উচিত। যেমন একজন আরেকজনকে খুন করে ফেললে সে বলতে পারে না, সে সাংবিধানিক পদে আছে। তাকে কিছু করা যাবে না।
তিনি বলেন, মানি লন্ডারিংয়ের মতো গুরুতর অপরাধ যদি কেউ করেন তাহলে তিনি সাংবিধানিক পদে থাকলেও তার বিরুদ্ধে তদন্ত চলতে বাধা নেই বলে আমি মনে করি।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
ইএ/এমএ/