সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে মিরপুর-২ পূর্ব মনিপুর মোল্লারটেক এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টায় সাহিদাকে মৃত ঘোষণা করেন।
সাহিদা পিরোজপুর স্বরূপকাঠি উপজেলার আবদুর রবের মেয়ে বলে জানা গেছে। বর্তমানে মিরপুর-২ পূর্ব মনিপুর মোল্লারটেক এলাকায় স্বামী মো. সোহাগ ও ৫ মাসের শিশু সন্তানকে নিয়ে ভাড়া থাকতো।
নিহতের শশুর আবুল কাশেম বাংলানিউজকে জানান, সাহিদাকে উদ্ধার করে প্রথমে মিরপুর আল-হেলাল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখানে থেকে দ্রুত ঢামেকে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তিনি আত্মহত্যার বিষয়ে কোনো কিছুই জানাতে পারেনি।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্স উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এজেডএস/এসআরএস