ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বাসচাপায় একজন নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
রাজধানীতে বাসচাপায় একজন নিহত

ঢাকা: রাজধানীর টিকাটুলিতে বেপরোয়া বাসের চাপায় অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে টিকাটুলির রাজধানী সুপার  মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোহাম্মদপুর থেকে জুরাইনগামী রংধনু পরিবহনের একটি যাত্রাবাহী  বাস রাস্তা পারাপারের সময়  ওই ব্যক্তিকে চাপা দেয়।

এতে তিনি গুরুতর আহত হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন শুভ নামে এক পথচারী। কিন্তু রাত ৯টার দিকে চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

শুভ জানান, মৃত ব্যক্তির কাছে থাকা মোবাইলে প্রাপ্ত তথ্য অনুযায়ী তার নাম সোহাগ বলে ধারণা করা হচ্ছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।