ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

স্থানীয় সরকার বিভাগের অডিট নিষ্পত্তির সভা অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
স্থানীয় সরকার বিভাগের অডিট নিষ্পত্তির সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ: ময়মনসিংহ বিভাগে স্থানীয় সরকার বিভাগের সব অফিসের অডিট নিষ্পত্তির লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দিনব্যাপী ময়মনসিংহ পৌরসভার শহীদ শাহাবুদ্দিন অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।  

সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব আশরাফ হোসেন।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হারুন অর রশিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা লোকমান হাকিম, ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন সময়ের অডিট আপত্তি নিষ্পত্তির লক্ষ্যে অডিট ডিপার্টমেন্ট, স্থানীয় সরকার বিভাগ ও বিভিন্ন প্রতিষ্ঠান বসে একটি সঠিক কর্ম পরিকল্পনা করা হয়। শুক্রবার (২০ অক্টোবর) একইভাবে এ সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭ 
এমএএএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।