বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে মোহাম্মদপুরে ঢাকা উদ্যানের পাশে চন্দিমা হাউজিং এলাকায় একটি টিনশেড ঘরে এ দুর্ঘটনা ঘটে।
ভোলার লালমোহন উপজেলার সাহিন মিয়া ও তার স্ত্রী নুরজাহানের এক মাত্র সন্তান ছিল বরিউল।
সাহিন মিয়া জানান, তারা মোহাম্মদপুর চন্দিমা হাউজিং এলাকায় টিনশেড বাড়িতে ভাড়া থাকেন। ঘরের মধ্যে খাটে সোয়া ছিল রবিউল। মেঝেতে বসে তার স্ত্রী বটি দিয়ে তরকারি কাটছিল। হঠাৎ খাট থেকে বটির উপরে পড়ে যায় বরিউল। এতে তার কপালের এক পাশ দিয়ে বটির এক অংশ ঢুকে যায়।
আহত অবস্থার প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে দ্রুত তাকে ঢামেকে নেওয়া হয়। ঢামেকের ১০০ নম্বর ওয়ার্ডে চিকিসাৎধীন থাকা অবস্থায় রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া জানান, শিশুটির মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
এজেডএস/জেডএম