বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকালে সাভারের হরিনধরা এলাকায় এই ঘটনা ঘটে।
শিশুটির বাবা রানু মিয়া জানান, বিকালে তার মেয়ে স্থানীয় এক দোকানে বিস্কুট কিনতে গেলে কৌশলে অজ্ঞাত পরিচয় এক যুবক শিশুটিকে একটি তিনতলা বাড়ির ছাদে নিয়ে যায়।
পরবর্তীতে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দিয়ে অজ্ঞাত পরিচয়ের ওই যুবক পালিয়ে যায়। শিশুটি বাড়ি ফিরে স্বজনদের কাছে ঘটনা খুলে বললে স্বজনরা শিশুটিকে দ্রুত সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমজাদুল হক বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। শিশুটির রক্তক্ষরণ হচ্ছিল। উন্নত চিকিৎসার জন্য আমরাই দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।
সাভার মডেল থানা পুলিশ বিষয়টি অবগত নয় বলে জানিয়েছে। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির।
বাংলাদেশ সময়:০৩৩০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
জেডএম/