ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নোবিপ্রবিতে দীপাবলি উদযাপিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
নোবিপ্রবিতে দীপাবলি উদযাপিত নোবিপ্রবিতে দীপাবলি উৎসব। ছবি: বাংলানিউজ

ঢাকা: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দীপাবলি অনুষ্ঠান আয়োজন করেছে ‘সনাতন বিদ্যার্থী সংসদ’।  

১৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টা  টা থেকে হিন্দু ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে জগতের সমস্ত অন্ধকার ও অশুভ শক্তি দূর করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে ক্যাম্পাসের শহীদ মিনার (ফাউন্টেনপেন) চত্বরে মোমবাতি প্রজ্জ্বোলন করে বিভিন্ন ধরনের আতশবাজি পোড়ানো হয়।

অনুষ্ঠান শেষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।

এ সময় সনাতন বিদ্যার্থী সংসদের রুবেল, মাহিন, সত্যজিৎ এর কাছে প্রত্যাশার কথা জানতে চাইলে তারা জানান, অচিরেই বিশ্ববিদ্যালয়ের সকল ধর্মের শিক্ষার্থীরা এক আদর্শ মেলবন্ধনে পরিণত হবে। ।

বাংলাদেশ সময়: ০৪৫০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।