ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বেরোবিতে আলোর মিছিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
বেরোবিতে আলোর মিছিল বেরোবিতে দীপাবলির দৃশ্য। ছবি: বাংলানিউজ

বেরোবি (রংপুর): অন্ধকার কেটে আলোর পথের যাত্রা, সবার জীবনে এই দীপাবলি নিয়ে আসুক নতুন এক মাত্রা” - স্লোগানকে সামনে রেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ৫ম বারের মত উদযাপিত হল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সনাতনী বিদ্যার্থী সংঘের আয়োজনে ক্যাফেটেরিয়াসহ পুরো ক্যম্পাসে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ভবন হতে একটি আলোর মিছিল বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ক্যাফেটেরিয়া ভবনের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে আতশবাজির ফোয়ারা, ফানুশ উড়ানো হয়। পরে আদ্যাশক্তি নামক স্মারক বই উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন পরিমল চন্দ্র বর্মণ।  

চন্দন সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন রংপুর হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টি রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক বকুল কুমার চক্রবর্তী, পরিসংখ্যান বিভাগের শিক্ষক অতুল চন্দ্র সিংহ, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষক কুন্তলা চৌধুরী, বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া, সাধারণ-সম্পাদক কামরুল হাসান নোবেল শেখ, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সাল আজম ফাহিন, আশিকুন্নাহার টুকটুকি, সনাতনী বিদ্যার্থী সংঘের সভাপতি অমৃত, সাধারণ সম্পাদক মিঠুন প্রমুখ।

বক্তারা বলেন, কার্তিক মাসের অমাবস্যার রাত যেমন অন্ধকারে ছেয়ে থাকে, তেমনি আমাদের মনও অন্ধকারে ছেয়ে আছে। সুতরাং মঙ্গল প্রদ্বীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অন্ধকার কেটে আলোয় হোক জীবনের পাথেয়। অজ্ঞানতার অন্ধকার কাটিয়ে জ্ঞান আলোয় উদ্ভাসিত হোক সবার জীবন।

বাংলাদেশ সময়: ০৬১০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।