শুক্রবার (২০ অক্টোবর) সকালে পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন সরকার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে চারটি সতর্কতামূলক নির্দেশনা জারি করা হয়েছে।
সূত্র জানায়, সৈয়দপুরের হাটবাজারে পরিবেশ দূষণকারী পলিথিনে সয়লাব হয়ে গেছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পচনশীল না হওয়ায় পলিথিন শপিং ব্যাগ মাটিতে মেশে না। যেখানে সেখানে পলিথিন ফেলার কারণে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে। এছাড়া শহরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বাঁধাগ্রস্থ করে জলাবদ্ধতার সৃষ্টি করে পলিথিন। খাদ্যদ্রব্য পলিথিনে রাখলে এতে থাকা রাসায়নিকের প্রতিক্রিয়া হয়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এছাড়া পলিথিন পুড়িয়েও ধ্বংস করা যায় না। কারণ পলিথিন পোড়ালে এর বিষাক্ত ধোঁয়ায় ক্ষতি হয় স্বাস্থ্যের এবং পরিবেশের।
সতর্কতামূলক নির্দেশনায় আরও বলা হয়েছে, সরকার ২০০২ সালের ৮ এপ্রিল দেশে পলিথিন ব্যাগের উৎপাদন ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। অথচ শহরের ফুটপাতের হকার থেকে শুরু করে বড় বড় মার্কেটে পলিথিন ব্যাগ বিভিন্নভাবে ব্যবহার হচ্ছে।
পৌরসভা গণবিজ্ঞপ্তি জারি করে নীলফামারী জেলা প্রশাসন, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পরিবেশ অধিদপ্তরকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
এসআই