এই কার্যক্রমে স্কাউটরা পরস্পর পরস্পরের সঙ্গে যোগাযোগ করবে। ফলে বিশ্বায়নের এই যুগে তথ্য-প্রযুক্তি নির্ভর বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের স্কাউটরা একধাপ এগিয়ে যেতে সক্ষম হবে।
বাংলাদেশের বিভিন্ন জেলায় স্টেশন করে স্কাউট ছেলে-মেয়েরা দেশ ও বিদেশে যোগাযোগ স্থাপন করছে।
শুক্রবার (২০ অক্টোবর) সকাল ১০টায় কাকরাইল স্কাউট জাতীয় সদর দফতরে বাংলাদেশ স্কাউটসের পরিচালনায় ও জেলায় অনুষ্ঠিতব্য জোটা-জোটির উদ্বোধনী করা হয়।
উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) মো. শাহ কামাল।
রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (স্পেশাল ইভেন্টস) মো. মোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জাতীয় কমিশনার (প্রশিক্ষণ) মো. মহসিন, জাতীয় উপ-কমিশনার (স্পেশাল ইভেন্টস) মো. মনিরুল ইসলাম খান, বাংলাদেশ অ্যামেচার রেডিও লীগের সভাপতি সাব্বির হোসেন সুমন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
জিপি