ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

জাতীয় শ্যূটিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সেনাবাহিনী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
জাতীয় শ্যূটিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সেনাবাহিনী জাতীয় শ্যূটিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সেনাবাহিনী

ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনী ২৯তম জাতীয় শ্যূটিং প্রতিযোগিতা-২০১৭ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। প্রতিযোগিতায় ২৩টি ইভেন্টসের মধ্যে ২২টিতে অংশ নিয়ে ৯টি স্বর্ণ, ৯টি রৌপ্য ও ১৪টি তাম্র পদকসহ মোট ৩২টি পদক পেয়ে এ গৌরব অর্জন করে সেনাবাহিনী।

শুক্রবার (২০ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

প্রতিযোগিতায় ০৩টি স্বর্ণ, ০৩টি রৌপ্য ও ০৫টি তাম্রসহ মোট ১১ পদক পেয়ে রানারআপ হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)।

সেনাবাহিনী দলের সৈনিক মাহফুজা জান্নাত জুঁই ১০ মিটার ও মাইদা মোমতাহিনা ৫০ মিটার রাইফেল ইভেন্টে জাতীয় রেকর্ড গড়েন।

যুব ও ক্রীড়া মন্ত্রণায়ের সচিব প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন।

গত ১১ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত জাতীয় শ্যূটিং ফেডারেশন গুলশান-১ এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মোট ৩৬টি ক্লাবের ৩৫০ জন শ্যূটার অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।