ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে মা ইলিশসহ আটক ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
কুড়িগ্রামে মা ইলিশসহ আটক ১

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মা ইলিশ বহনের দায়ে গোপাল চন্দ্র (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

গোপাল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজলা সদরের শুভদেব চন্দ্রের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে ফুলবাড়ী থানার এএসআই রতন কুমার উপজেলার চাত্তাবাড়ী মোড় থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে সাত কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দ করা ইলিশ মাছ ফুলবাড়ী এতিমখানায় দেওয়া হয়েছে।  

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বাংলানিউজকে জানান, আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে পাঠানা হবে।

সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ২০,২০১৭
এফইএস/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।