খুলনা: খুলনায় ২৪শ’ পিস ইয়াবাসহ মামুন ও রানা নামের দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ অক্টোবর) বেলা ৩টায় মহানগরীর খালিশপুর পাওয়ার হাউজের মোড়ের একটি বিকাশের দোকান থেকে তাদের আটক করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এ এম কামরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে মামুন ও রানাকে আটক করে।
এ সময় তাদের কাছে ২৪শ’ পিস ইয়াবা পাওয়া যায়।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
এমআরএম/আরআই
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।