সরেজমিন দেখা যায়, শুক্রবার (২০ অক্টোবর) সকাল থেকে অবিরাম বর্ষণের ফলে মহাসড়কের চারলেনে উন্নীত করার জন্য কয়েকটি স্থানে রাস্তা কাটা থাকায় সেখানে পানি জমে গেছে। ফলে ওইসব এলাকায় যানবাহন ধীরে চলাচল করছে।
এছাড়া, মহাসড়কের সদর উপজেলার রসুলপুর এলাকা থেকে কালিহাতী উপজেলার এলেঙ্গায় কয়েকটি স্থানে খানাখন্দে পানি জমে থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটওয়ারী বাংলানিউজকে জানান, মহাসড়ক চারলেনে উন্নীত করার জন্য কয়েকটি স্থানে সড়ক কাটা হয়েছে। এগুলোর মধ্যে স্কয়ার ফার্মাসিউটিক্যাল, নাসির গ্লাস ফ্যাক্টরি, মির্জাপুর ক্যাডেট কলেজ, মিল গেট ও সোহাগপাড়ায় সড়কে পানি জমে রয়েছে। এ কারণে যানবাহন ধীর গতিতে চলছে। বৃষ্টি কমে গেলে যান চলাচলও স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
এনটি/আরএ