ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় ইলিশ ধরার অপরাধে আটক ১১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
ভোলায় ইলিশ ধরার অপরাধে আটক ১১

ভোলা: ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় ১১ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার (২০ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত ভোলা সদর উপজেলার ইলিশা থেকে তিন এবং লালমোহন উপজেলার মেঘনা থেকে আট জেলেকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় ৮৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৬০ কেজি ইলিশ এবং তিনটি ট্রলার।

কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ডিকসন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার্থে সকাল থেকে কোস্টাগার্ডের দু’টি দল পৃথকভাবে অভিযানে নামে। এ সময় ইলিশ ধরায় জাল, মাছধরা ট্রলার ও মাছসহ ১১ জেলেকে আটক করা হয়। পরে জেলেদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে। এছাড়া জব্দকৃত জাল আগুন পুড়িয়ে ফেলা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।