ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁর ছোট যমুনা নদীতে নৌকাবাইচ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
নওগাঁর ছোট যমুনা নদীতে নৌকাবাইচ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: নওগাঁর ছোট যমুনা নদীতে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর ) বিকেল সাড়ে ৪ টায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বৃষ্টি উপেক্ষা করে নৌকাবাইচ দেখতে ছোট যমুনা নদীর পাড়ে হাজারো মানুষের ঢল নেমেছিল।

বিকেল ৩টা থেকেই শহরের লিটন ব্রিজ থেকে বিজিবি ক্যাম্প ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে নদীর দুই তীরে উপস্থিত হয় দর্শকরা। নৌকার অনবরত বৈঠা চালানো দেখে মুগ্ধ তারা।

স্থানীয় পার-নওগাঁ নবতরুণ একাদশের আয়োজনে শহরের মধ্য দিয়ে বয়ে চলা এ নদীতে নৌকাবাইচের আয়োজন করা হয়।

এ বাইচের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. আমিনুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার ইকবাল হোসেন, নবতরুণ একাদশের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক সারোয়ার তানজিদ সম্রাট প্রমুখ।

প্রতিযোগিতায় মোট ১০টি নৌকা অংশ নেয়। প্রতিটি নৌকায় প্রায় ৪২ জন বৈঠা চালক ছিলেন।

এতে প্রথম হয় সদর উপজেলার হাসাই গাড়ি দল এবং দ্বিতীয় সদর উপজেলার শিকারপুর দল।

পরে প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ ও দ্বিতীয় পুরস্কারে একটি এলইডি টিভি দেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।