শুক্রবার (২০ অক্টোবর ) বিকেল সাড়ে ৪ টায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বৃষ্টি উপেক্ষা করে নৌকাবাইচ দেখতে ছোট যমুনা নদীর পাড়ে হাজারো মানুষের ঢল নেমেছিল।
স্থানীয় পার-নওগাঁ নবতরুণ একাদশের আয়োজনে শহরের মধ্য দিয়ে বয়ে চলা এ নদীতে নৌকাবাইচের আয়োজন করা হয়।
এ বাইচের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. আমিনুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার ইকবাল হোসেন, নবতরুণ একাদশের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক সারোয়ার তানজিদ সম্রাট প্রমুখ।
প্রতিযোগিতায় মোট ১০টি নৌকা অংশ নেয়। প্রতিটি নৌকায় প্রায় ৪২ জন বৈঠা চালক ছিলেন।
এতে প্রথম হয় সদর উপজেলার হাসাই গাড়ি দল এবং দ্বিতীয় সদর উপজেলার শিকারপুর দল।
পরে প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ ও দ্বিতীয় পুরস্কারে একটি এলইডি টিভি দেন অতিথিরা।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
টিএ