শনিবার (২১ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশিষ বর্ধন জানান, যে স্থানে শিশুটি নিখোঁজ হয়েছিলো সে স্থানেই দুপুরে তার মরদেহের সন্ধান পায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
গত রোববার (১৫ অক্টোবর) মদিনাবাগে বাঁশের সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে যায় শিশু হৃদয়। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিয়মিত অভিযান চালালেও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে ৬ দিন পর শনিবার দুপুরে শিশুটির মরদেহ উদ্ধার করা হলো।
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, অক্টোর ২১, ২০১৭
পিএম/জেডএস