শনিবার (২১ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের ট্রাফিক বিভাগের আয়োজনে জেলার পুলিশ লাইনের মাল্টিপারপাস হলে পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে চালক এবং হেলপারদের প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্যকালে এসব কথা বলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার মঈনুল হক।
এসপি বলেন, নারায়ণগঞ্জে ২২০০ পুলিশ সদস্য রয়েছে সবাইতো ফেরেস্তা নন।
চালকদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, অসংখ্য মানুষের প্রাণ আপনাদের হাতে থাকে। আপনাদের গাফিলতি কিংবা অবহেলার কারণে নিজেরা যেমন দুর্ঘটনার শিকার হতে পারেন তেমনি আপনার পরিবারও দুর্ঘটনার শিকার হতে পারে। এজন্য আপনাদের সচেতন হতে হবে। অনেকে রাতের বেলা না ঘুমিয়ে গাড়ি চালান এর ফলে দুর্ঘটনা ঘটে। আপনারা অনেকেই আইন জানেন অথচ মানেন না। বোধটা আপনাদের ভেতর থেকে জাগ্রত হতে হবে।
তিনি আরো বলেন, অনেক পরিবহনে মাদক বহন করা হয়ে থাকে এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। কোথাও জঙ্গি কার্যক্রমের সন্দেহজনক কিছু দেখলে আমাদের জানাবেন। আপনাদের কারণে যাতে সড়কে যানজট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন।
কর্মশালায় সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) আব্দুর রশিদ পিপিএম'র সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) সুভাষ চন্দ্র সাহা, টিআই গোলাম মোস্তফা, টিআই একেএম শরফুদ্দিন, টিআই মো. তাসলিম প্রমুখ।
এতে শতাধিক চালক ও হেলপার উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
এএটি