ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ৪০ কিলোমিটার যানজট
টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থেকে মির্জাপুর উপজেলার গোড়াই পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
শনিবার (২১ অক্টোবর) সকাল থেকে এ যানজটের সৃষ্টি হয়।
টাঙ্গাইল ট্রাফিক পুলিশ বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর সিরাজুল হক বাংলানিউজকে জানান, গত দুদিন যাবত প্রবল বর্ষণের কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে প্রচুর খানা-খন্দে পানি জমে যাওয়ায় বেশ কয়েকটি স্থানে গাড়ি বিকল হয়ে যায়।
ফলে ভোর থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থেকে মির্জাপুর উপজেলার গোড়াই পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়।
তবে ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে। দ্রুত সময়ে যানজট নিরসন হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।