ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

জামালপুরে দেয়াল ধসে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
জামালপুরে দেয়াল ধসে এক ব্যক্তির মৃত্যু

জামালপুর: জামালপুরে দেয়াল ধসে আরিফ হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) দুপুর ২টায় শহরের তমালতলা পিলখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরিফ হোসেন শহরের ইকবালপুর এলাকার আব্দুল হাইয়ের ছেলে।

তিনি শহরের পিলাখানা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয়রা জানান, টানা দুইদিন ধরে প্রচণ্ড বৃষ্টি এবং বাতাসের কারণে পিলখানা এলাকায় আরিফ হোসেনের বাসার সামনে থাকা সুপারি গাছ হেলে রাস্তায় ওপর পড়ে যায়। দুপুরে আরিফ হোসেন বাসার সামনে দেয়ালে উঠে হেলে পড়া সুপারি গাছটি কাটতে যান। এসময় দেয়াল ধসে নিচে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।