ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে ১৭ গুণীজনকে সংবর্ধনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
কেরানীগঞ্জে ১৭ গুণীজনকে সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে ১৭ গুণীজনকে সংবর্ধনা দিয়েছে উপজেলা সাংবাদিক-নাগরিক ঐক্য পরিষদ।

শনিবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।

উপজেলা সাংবাদিক-নাগরিক ঐক্য পরিষদের সভাপতি জেড এ জিন্নাহর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন তেঘরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জজ মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহে এলিদ মাইনুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক উপ সচিব শামীম আক্তার, চলচিত্র অভিনেতা প্রবির মিত্র, শাক্তা ইউপির চেয়ারম্যান সালাহ উদ্দিন লিটন, রুহিতপুর ইউপির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল আলী, ঢাকা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন রাজিব, দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী মেম্বর ও উপজেলা সাংবাদিক-নাগরিক ঐক্য পরিষদের সহ সভাপতি ফরিদ আহমেদ।

এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন-কেরানীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শফিক চৌধুরী, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রায়হান খান, সংগঠনের সাধারণ সম্পাদক জহুরুল হক জহির, জাহাঙ্গীর হোসেন ঝানু, মিয়া আব্দুল হান্নান প্রমুখ।

অনুষ্ঠানে ১৭ গুণীজনের মধ্যে দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গড়ার কারণে তেঘরিয়া ইউপির চেয়ারম্যান মো. জজ মিয়া ও সাংবাদিকতায় অসামান্য অবদান রাখায় মোহাম্মদ রায়হান খানকে সংবর্ধনা দেয়া হয়।

এছাড়া বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখার জন্য আরও ১৫ গুণীজনকে সংবর্ধনা দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।