ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নিরাপদ সড়কের দাবিতে বগুড়ায় লিফলেট বিতরণ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
নিরাপদ সড়কের দাবিতে বগুড়ায় লিফলেট বিতরণ  ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ স্লোগানে লিফলেট বিতরণ করা হচ্ছে

বগুড়া: রোববার (২২ অক্টোবর) ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উপলক্ষে বগুড়ায় ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ স্লোগানে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

‘নিরাপদ সড়ক চাই’ জেলা শাখার উদ্যোগে শনিবার (২১ অক্টোবর) বেলা ১২টায় পুলিশ সুপারের কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।  কর্মসূচিতে সাতমাথাসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়েছে।

এর আগে জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান বিপিএম প্রধান এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে লিফলেট বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিল পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর বিকর্ণ চৌধুরী, বানিউল আলম, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি রোটারিয়ান মোস্তাফিজার রহমান, সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ, নির্বাহী সদস্য আনছার আলী, জিল্লুর রহমান, আব্দুল গফুর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
এমবিএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।