ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে স্কুল ব্যাংকিং কনফারেন্স 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
ময়মনসিংহে স্কুল ব্যাংকিং কনফারেন্স  স্কুল ব্যাংকিং কনফারেন্স-ছবি-অনিক খান

ময়মনসিংহ: ময়মনসিংহে প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২১ অক্টোবর) দুপুরে নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ কার্যালয়ের মহাব্যবস্থাপক কাজী আকতারুল ইসলাম।

 

প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের হেড অব রিটেইল শাখার মোর্শেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন-ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু, জনতা ব্যাংকের ময়মনসিংহের মহাব্যবস্থাপক মো. মনিরুজ্জামান।  

অনুষ্ঠানে ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু শিক্ষার্থীদের সঞ্চয়ী হওয়ার আহ্বান জানান। এ সময় তিনি বিভিন্ন স্কুলের ৩২০ জন শিক্ষার্থীর অ্যাকাউন্ট খুলে দিয়ে তাদের ৩২ হাজার টাকা প্রদান করেন।  

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭ 
এমএএএম/আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।