ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

প্রবল বর্ষণে জনজীবন স্থবির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
প্রবল বর্ষণে জনজীবন স্থবির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইল: টাঙ্গাইলে দুই দিনের টানা বর্ষণে পৌর এলাকার প্রায় সকল রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। এতে জনজীবন স্থবির হয়ে পড়েছে।

শনিবার (২১ অক্টোবর) দুপুরে জেলা সদর রোডে গিয়ে দেখা যায়, রাস্তাটি পানিতে তলিয়ে যাওয়ায় চলাচলে অসুবিধা হচ্ছে সাধারণ মানুষের।

সিএনজি চালিত অটোরিকশা চালক মোখলেছুর রহমান বাংলানিউজকে জানান, রাস্তাটি তলিয়ে যাওয়ায় গাড়ি বন্ধ হয়ে গেছে।

এখন বাধ্য হয়ে গাড়িটি ঠেলে নিয়ে যাচ্ছেন।

থানাপাড়া এলাকার আব্দুল বারেক মিয়া বাংলানিউজকে জানান, টানা বৃষ্টির কারণে সকল রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চলাচলে চরম অসুবিধা হচ্ছে।

টাঙ্গাইল সমবায় সুপার মার্কেটের ব্যবসায়ী কামরুল হাসান বাংলানিউজকে জানান, দুই দিনের প্রবল বর্ষণের কারণে শহরে লোকজন নেই বললেই চলে। এ কারণে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছেন তিনি।  

শুক্র ও শনিবারের বর্ষণে ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।