শনিবার (২১ অক্টোবর) দুপুরে জেলা সদর রোডে গিয়ে দেখা যায়, রাস্তাটি পানিতে তলিয়ে যাওয়ায় চলাচলে অসুবিধা হচ্ছে সাধারণ মানুষের।
সিএনজি চালিত অটোরিকশা চালক মোখলেছুর রহমান বাংলানিউজকে জানান, রাস্তাটি তলিয়ে যাওয়ায় গাড়ি বন্ধ হয়ে গেছে।
থানাপাড়া এলাকার আব্দুল বারেক মিয়া বাংলানিউজকে জানান, টানা বৃষ্টির কারণে সকল রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চলাচলে চরম অসুবিধা হচ্ছে।
টাঙ্গাইল সমবায় সুপার মার্কেটের ব্যবসায়ী কামরুল হাসান বাংলানিউজকে জানান, দুই দিনের প্রবল বর্ষণের কারণে শহরে লোকজন নেই বললেই চলে। এ কারণে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছেন তিনি।
শুক্র ও শনিবারের বর্ষণে ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
টিএ